শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয় ক্যাম্পাস প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকে রাত পর্যন্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে লিখিত আকারে পদত্যাগের বিষয়টি শিক্ষার্থীদের হাতে তুলে দেন কলেজের অধ্যক্ষ আলী আজম রোকন।
বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলী আজম রোকন বৃহস্পতিবার বিকেলে তার পদত্যাগপত্রটি আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি।