চট্টগ্রাম বোর্ডের ১৯ সরকারি কলেজে দেড় হাজারের বেশি আসন খালি - দৈনিকশিক্ষা

চট্টগ্রাম বোর্ডের ১৯ সরকারি কলেজে দেড় হাজারের বেশি আসন খালি

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম বোর্ডের অধীনে ১৯ টি সরকারি কলেজের একাদশ শ্রেণিতে এখনো দেড় হাজারের বেশি আসন খালি আছে। ১ হাজার ৬৫৫টি শূন্য আসন রেখেই আজ রোববার থেকে এ কলেজগুলোতে একাদশের ক্লাস শুরু হয়েছে। এদিকে তিনধাপে আবেদন করেও প্রায় ৬ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাননি।

এদিকে যেসব কলেজ শিক্ষার্থী পায়নি ও যেসব শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারেননি তাদের জন্য শুরু হয়েছে চতুর্থ ধাপের আবেদন গ্রহণ। রোববার থেকে শুরু হওয়া চতুর্থ ধাপের আবেদন চলবে আগামীকাল সোমবার রাত ১১টা পর্যন্ত। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৯ টি সরকারি কলেজে এখনো ১ হাজার ৬৫৫ টি আসন খালি রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৯৯টি, ব্যবসা শিক্ষায় ৮২৫টি ও মানবিকে ৪৩১টি আসন খালি আছে। আর সবচেয়ে বেশি ৪৪৮টি আসন খালি আছে রাংগুনিয়া সরকারি কলেজে। চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত চট্টগ্রাম কলেজেও ২০টি আসন খালি আছে।  

বোর্ডের কলেজ শাখার তথ্য মতে, চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার ২৮২টি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। অনুমোদিত এসব কলেজে সবমিলিয়ে আসন সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৩৯টি। বিপরীতে বোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য এবার আবেদন করেছে ১ লাখ ২৩ হাজার ১৫১ জন। সে হিসেবে একাদশে ভর্তিতে আসন সংকট থাকছে না। বরং আরো ৫১ হাজার ৯৮৮টি আসন শূন্য থাকবে। কিন্তু তিন ধাপে কলেজ নিশ্চায়নের সুযোগের পরও দেখা যাচ্ছে এখনো আবেদনকারী অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি এবং এইচএসসি কৃতকার্য অনেক শিক্ষার্থী ভর্তির অবেদনই করেনি। এ পরিস্থিতিতে চতুর্থ ধাপে আবেদন গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারি-বেসরকারি কলেজে পর্যাপ্ত আসন খালি আছে। শেষ ধাপে মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তি না হওয়ারা ভর্তির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কলেজ পছন্দ করতে মেধা ও আসন সংখ্যা বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

কলেজ পরিদর্শক জানান, হালিশহর সেন্ট্রাল কলেজ, বৌদ্ধঘর কলেজসহ কয়েকটি কলেজে এখনো কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। হালিশহর সেন্ট্রাল কলেজকে শিক্ষার্থীহীনতা ও অন্যান্য কারণে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। এ প্রক্রিয়ায় আরো কয়েকটি কলেজ পড়তে পারে।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035109519958496