চবিতে ক্যাফেটেরিয়ার খাবারে সিগারেটের অবশিষ্টাংশ - দৈনিকশিক্ষা

চবিতে ক্যাফেটেরিয়ার খাবারে সিগারেটের অবশিষ্টাংশ

চবি প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি আবাসিক হলের ক্যাফেটেরিয়ায় ডালের মধ্যে সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গেছে। রোববার (১১ জুন) সকাল ১০টায় সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটিও করেছে হল কর্তৃপক্ষ।

জানা যায়, খাবার খাওয়ার জন্য ওই ক্যাফেটেরিয়ায় গিয়েছিলেন ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশরাফ হোসেন। পরোটার সঙ্গে ডাল মিশিয়ে যখনই মুখে দেবেন, তখনই ডালের মধ্যে দেখতে পান সিগারেটের অবশিষ্টাংশ। পরে আশরাফ হোসেন ডালের একটি ছবি ফেসবুকে পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।

আশরাফ হোসেন বলেন, তিনি নম্বরপত্র উত্তোলনের জন্য সোহরাওয়ার্দী হলে গিয়েছিলেন। ওই হলে নাশতা খাওয়ার জন্য তিনি ঢুকেই স্যাঁতসেঁতে পরিবেশ আর পচা গন্ধ পান। আশরাফ হোসেন আরও বলেন, সিগারেটের অবশিষ্টাংশ দেখার পর তিনি ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপককে এটি দেখান। পরে ওই ব্যবস্থাপক কর্মচারীকে বকাঝকা করে বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান দেন। পরে তিনি ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে ফেসবুকে এ ছবিটি পোস্ট করেন।

সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় খাবার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছর ২৯ জানুয়ারি অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে এই ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছিল ছাত্রলীগের একটি পক্ষ। এ ছাড়া গত বছর ৭ আগস্ট ক্যাফেটেরিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় হল কর্তৃপক্ষ। এরপর হল প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। পরে আবার গত বছর ১ সেপ্টেম্বর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এনে এই ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি পক্ষ।

ডালে সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার বিষয়ে ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপক ইসমাইল হোসেন মুঠোফোনে বলেন, ডালে সিগারেটের টুকরা কীভাবে এল, তা তিনি বুঝতে পারছেন না। তাঁরা যেভাবে রান্না করেন তাতে সিগারেটের টুকরা পড়ার কথা নয়। 

জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেব নাথ বলেন, তিনি ফেসবুকে ছবি দেখার পরই একটি তদন্ত কমিটি করেছেন। ছাত্রদের ব্যাপারে তিনি এসব অব্যবস্থাপনা মেনে নেবেন না। কমিটিতে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ - dainik shiksha বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ স্কুল-কলেজ ভবন নির্মাণে ৫ শতাংশ কমিশন নিতেন দীপু মনির ভাই টিপু - dainik shiksha স্কুল-কলেজ ভবন নির্মাণে ৫ শতাংশ কমিশন নিতেন দীপু মনির ভাই টিপু বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে - dainik shiksha বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে ঢাবি অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির টাকা জমা দেয়ার সময় বৃদ্ধি - dainik shiksha ঢাবি অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির টাকা জমা দেয়ার সময় বৃদ্ধি নতুন শিক্ষাক্রম সংস্কার নয়, বাতিল চাই - dainik shiksha নতুন শিক্ষাক্রম সংস্কার নয়, বাতিল চাই দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.005479097366333