তুচ্ছ বিষয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত রাতে এ ঘটনা ঘটে। দু'ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে তিন পক্ষের নেতাকর্মীদের।
সংঘর্ষে ত্রিপক্ষের পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। শাটল ট্রেনের ছাত্রলীগের বগিভিক্তিক উপসংগঠন বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সংঘর্ষে জড়িতদের মধ্যে বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
পুলিশ জানায়, বুধবার রাতে চবি'র স্টেশন চত্বরে সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সিএফসিকে সমর্থন দেয় বিজয় গ্রুপ। এতে সংঘর্ষ ত্রিমুখী ছড়িয়ে পড়ে।
চবি'র সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ বুধবার মধ্যরাতে গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হচ্ছে। পুলিশ ক্যাম্পাসে সতর্ক অবস্থান করছে।
এর আগে, গত ৫ ও ৬ জানুয়ারি পরপর দুদিন রাতে সংঘর্ষে জড়িয়েছিল শাখা ছাত্রলীগের দুটি উপপক্ষ। এতে উভয় পক্ষের ১১ নেতা আহত হন। আহত হয়েছিলেন সহকারী প্রক্টর শহিদুল ইসলাম। ওই দুই দিনের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতা কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।