বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে এই কর্মসূচি করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (০৫ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীদের ‘আজকের এই দিনে সাঈদ তোমার মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘শহিদদের রক্ত, বৃথা যেতে দিবো না’—সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। শহিদরা আমাদের দেখিয়েছেন যে, সত্যের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। তাদের এই আদর্শ ছাত্র-জনতাকে নতুন এক উদ্যম জাগিয়েছে। আমরা সকল সংগ্রামী আত্মার মাগরিফাত কামনা করি এবং শহিদদের আদর্শকে চিরস্মরণীয় রাখতে চাই।
শিক্ষার্থীরা আরো জানান, তারা শিক্ষা, রাজনীতি ও সামাজিক জীবনে বিরাজমান সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।