চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রাবাসে চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সাত ছাত্রলীগ নেতাকর্মীর জড়িত থাকার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সাত শিক্ষার্থীকে এর আগেও ২০২১ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর চমেকে বিভিন্ন সময় সংঘাতের সঙ্গে জড়িত থাকায় বহিষ্কার করেছিল। বহিষ্কৃতরা হলেন—এমবিবিএস ৫৯তম ব্যাচের অভিজিৎ দাশ, একই ব্যাচের মো. রিয়াজুল ইসলাম জয়, ৬২তম ব্যাচের সাজু দাশ, সৌরভ দেব নাথ, মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও মো. ইব্রাহিম খলিল সাকিব। এর মধ্যে অভিজিৎ দাশকে তিন বছরের জন্য, রিয়াজুল ইসলাম, সাজু দাশ ও সৌরভ দেব নাথকে দুই বছরের জন্য এবং মাহিন, জাকির ও ইব্রাহিম খলিলকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার জানান, বৃহস্পতিবার (গতকাল) বেলা ১টায় চমেকের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ৮ ফেব্রুয়ারি চমেক ছাত্রাবাসে চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।