চরফ্যাশন উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে চরফ্যাশন টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. ইব্রাহিম খলিল সবুজের পরিচালনায় চরফ্যাশন উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মজলুম নেতা মাওলানা মো. মোস্তফা কামাল, রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হক, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিন, চরমাদ্রাজ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ নিজামুদ্দিন সরমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাজন, উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী সমিতির সভাপতি মো. মাহাবুবুর রহমান, জহির রায়হান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মো. নাসির উদ্দীন, নুরুল আলম ভূইয়া, অধ্যাপক একে এম সালাউদ্দিন সুমন ও মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের নেতা সামসুদ্দিন টিপু মালতিয়া প্রমুখ।
এর আগে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বজ্রগোপাল টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।