চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. নাসিম আখতারের পদত্যাগ দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন তারা। এতে শত শত যানবাহনসহ হাজারও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে দুপুর পর্যন্ত সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কাউকে দেখা যায়নি।
আজকের মধ্যে ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছনে। ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি মো. নাসিম আখতার ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই (অব.)–এর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এদিকে পদত্যাগের দাবি ওঠার পর থেকে ভিসি আত্মগোপনে রয়েছেন। তিনি পদত্যাগ করবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
প্রসঙ্গত, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮০ জন শিক্ষার্থী রয়েছেন।