চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনের রাস্তায় মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা।
রোববার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে ইউনিফর্ম পরা হাজার খানেক আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন।
সকালে তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে তারা এক দফা দাবিতে বিক্ষোভ করে। এরপর মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব ও হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। ফলে রাস্তার উভয়দিকে যানজটের সৃষ্টি হয়।
আনসার সদস্যরা বলেন, আমরা আর চুক্তি নয়, এবার মুক্তি চাই। তিন বছর পরপর আমাদের চাকরি থেকে ইস্তফা দেয়া হয়। তখন প্রায় ৬-৭ মাস আমাদের অলস বসে থাকতে হয়, উপার্জনেরও কোনো উপায় থাকে না, ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় সময় পার করি। তাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি।
এ সময় আনসারের উপ-পরিচালক নাজমুল হক তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মহাপরিচালক আসবেন, আপনারা অপেক্ষা করুন।