চাকরি স্থায়ী না হওয়ায় স্কুলের রাস্তা বন্ধ - দৈনিকশিক্ষা

চাকরি স্থায়ী না হওয়ায় স্কুলের রাস্তা বন্ধ

পাবনা প্রতিনিধি |

পাবনার ঈশ্বরদীর জয়নগর পিজিসিবি উচ্চ বিদ্যালয়ে ছোট ভাইয়ের চাকরি স্থায়ী না করায় রাগে-ক্ষোভে বিদ্যালয়ের যাতায়াতের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে অপর দুই ভাইয়ের বিরুদ্ধে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি খুলে দেয়।

জানা গেছে, গতকাল সকালে সলিমপুর ইউনিয়নের পিজিসিবি উচ্চ বিদ্যালয়ের পেছনের গেট দিয়ে যাওয়ার রাস্তাটি কাঁটাতারের বেড়া ও বিভিন্ন গাছপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের যাতায়াতে বাধা দেয় স্থানীয় আতিয়ার রহমান প্রামাণিকের দুই ছেলে

আফজাল প্রামাণিক ও সিরাজুল ইসলাম। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে না পেরে তাৎক্ষণিক ক্ষোভে ফুঁসে ওঠে। সেখানেই তারা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা ও ঈশ্বরদী থানার এসআই সোহেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁটাতারের বেড়া ও গাছ উপড়ে ফেলে রাস্তাটি শিক্ষার্থীদের চলাচলের জন্য খুলে দেন।

সলিমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা বলেন, ‘বিদ্যালয়ের রাস্তা বন্ধ করা খুবই দুঃখজনক। এই রাস্তা ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে করেছি, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।’

পিজিসিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রায় অর্ধেক ছাত্রছাত্রী এই গেট দিয়ে জয়নগর হাজিপাড়া হয়ে যাতায়াত করে। কিন্তু হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেয় কতিপয় ব্যক্তি। যারা রাস্তাটি বন্ধ করেছে তাদের এক ভাই এখানে অস্থায়ী ভিত্তিতে চাকরি করত। সে নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাদ পড়ে যায়। এতে রাগে-ক্ষোভে তার অন্য ভাইয়েরা আজ এই কাজ করেছে।’

অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘ওই বিদ্যালয়ে আমার ছোট ভাই শফিকুল ইসলাম চাকরি করা অবস্থায় শর্তসাপেক্ষে আমাদের নিজস্ব জমিতে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিই। কয়েক বছর চাকরি করলেও তার চাকরি স্থায়ী না করে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। তাই আমরা বাধ্য হয়ে আমাদের জায়গা ঘিরে দিই।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ‘বিদ্যালয়ের রাস্তা বন্ধ করার বিষয়টি শুনেছি। আমি ঈশ্বরদী থানা পুলিশকে জানিয়ে তাৎক্ষণিকভাবে রাস্তাটি ছাত্র-ছাত্রীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। রাস্তাটি যে-ই বন্ধ করুক অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036451816558838