চাচা খায়ের আবদুল্লাহকে সমর্থন জানালেন সাদিক - দৈনিকশিক্ষা

চাচা খায়ের আবদুল্লাহকে সমর্থন জানালেন সাদিক

বরিশাল প্রতিনিধি |

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দলীয় মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন বঞ্চিত হওয়ার তিনদিন পর এ বিষয়ে নীরবতা ভেঙলেন সাদিক আবদুল্লাহ।

 

বরিশালসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয় গত শনিবার। তারআগে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে মেয়র পদে আবারও মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠায়। কিন্তু দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে সাদিক আবদুল্লাহ মনোনয়ন পাননি। এতে হাতাশ হয়ে পড়েন তার সমর্থকরা। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে চুপ ছিলেন গত কয়েক দিন। কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক মঙ্গলবার বিকেলে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধাাণ সম্পাদক এবং ছাত্রলীগ-যুবলীগসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত আমার বাবা মাথা পেতে নিয়েছেন। আমিও নিয়েছি।’ 

এ দিন দলের নেতাকর্মীরা নগরের কালিবাড়ি সড়কের বাসায় সমবেত হন। বিকেল ৪টার দিকে মেয়র ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে ৫ মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সাদিক আবদুল্লাহ বলেন, 'মেয়র পদে মনোনয়ন পেয়েছেন চাচা। এখানে অন্য কারও সুযোগ নিতে দেওয়া হবে না। শান্ত বরিশালকে অশান্ত করতে দেবেন না। সিটি নির্বাচনের ফলের ওপর জাতীয় নির্বাচনের ফল নির্ভর করছে। নৌকাকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।' 

মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, এবার তিনি তার বাবার সঙ্গে ঢাকায় ঈদ করবেন। ঈদের পর বাবার সঙ্গে বরিশালে ফিরবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা করে নির্বাচনের কৌশল নির্ধারণ করবেন।

নেতাকর্মীদের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, 'মেয়রের বক্তব্য শুনে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা ঐক্যবদ্ধ আছেন।'

গত শনিবার গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই কমিটির সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয় প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। তিনি মেয়র সাদিক আবদুল্লাহর চাচা। দক্ষিণাঞ্চলের প্রভাবশালী রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। হাসানাত পরিবারের সঙ্গে খোকন সেরনিয়াবাতের বৈরী সম্পর্ক।

এদিকে সাদিক আবদুল্লাহ মেয়র পদে মনোনয়ন না হওয়ার পর অনুসারীরা চুপচাপ হয়ে যান। অপরদিকে সাদিকবিরোধী আওয়ামী লীগ নেতাকর্মীরা তিনদিন ধরে নগরীতে উল্লাস করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিবেশ এখনও হয়নি: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিবেশ এখনও হয়নি: শিক্ষামন্ত্রী দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান - dainik shiksha দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান তিন-চার দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী - dainik shiksha তিন-চার দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুক-টিকটক আপাতত বন্ধ থাকছে - dainik shiksha ফেসবুক-টিকটক আপাতত বন্ধ থাকছে পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত - dainik shiksha পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সবার কাছে নাশকতার ছবি-ভিডিয়ো ফুটেজ চেয়েছে পুলিশ - dainik shiksha সবার কাছে নাশকতার ছবি-ভিডিয়ো ফুটেজ চেয়েছে পুলিশ please click here to view dainikshiksha website Execution time: 0.0028109550476074