এসএসসি ও সমমানের পরীক্ষার সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে কোচিং সেন্টার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখায় চার কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিনাজপুর শহরের বিভিন্ন এলাকার কোচিং সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।
ভ্রাম্যমাণ আদালত চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানাসহ পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করে রাখার নির্দেশ দেন।
জরিমানাকৃত কোচিং সেন্টারগুলো হলো, রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টার ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেটকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবে না। এসএসসি পরীক্ষার সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কোচিং সেন্টার চালু থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।