উজানে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে; ফলে চারটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ রবিবার (২ জুলাই) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের কতিপয় নদীসমূহ— সুরমা, পুরাতন সুরমা, যদুকাটা, সারিগোয়াইন, খোয়াই, সোমেশ্বরি, ভোগাই-কংসের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
পাউবোর বন্যা তথ্য কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামী ৪৮ ঘণ্টায় উত্তরায়ঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
পাউবো জানায়, পর্যবেক্ষণাধীন ১০৯টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৯টি, হ্রাস পেয়েছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি। আর বিপদসীমার ওপরে একটি। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা একটি।
সোমেশ্বরী নদীর কমলাকান্দা স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখানে আজ ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।