দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির (ওয়াইএমইউ) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
গত বুধবার বিকেএসপিতে চুক্তি হয়। বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানের ডিজি ব্রি. জে. সৈয়দ মো. মোতাহের হোসেন এবং ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট শাও ওয়েকুইং চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তিতে আছে ওয়াইএমইউ বিকেএসপিতে বাংলাদেশ-চীন তাই চি সেন্টার প্রতিষ্ঠা করবে, বিকেএসপি ওয়াইএমইউতে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার প্রতিষ্ঠা করবে, ওয়াইএমইউ এবং বিকেএসপি বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান চালু করবে, শিক্ষক-প্রশিক্ষক বিনিময়, স্কলারশিপ প্রদান করবে, যৌথ উন্নয়ন এবং বিনিময়, গবেষণা উপকরণ বিনিময় ইত্যাদি।