চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ঢাকা কলেজ শিক্ষক - দৈনিকশিক্ষা

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ঢাকা কলেজ শিক্ষক

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

ঢাকা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও পশ্চিম ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক নকুল চন্দ্র পাল আর নেই। শনিবার (১৩ মে) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীস অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার।

নুকুল চন্দ্র পাল বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১১ খ্রিষ্টাব্দে যোগদান করেন। ২০১৯ খ্রিষ্টাব্দের ১৮ ডিসেম্বর ঢাকা কলেজে বর্তমান পদে পদায়ন হন। তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৬ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন।

 

শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বলেন, গত ০৮ মে সন্ধ্যায় প্রচন্ড মাথা ব্যথা নিয়ে নিজেই ঢাকা কলেজের ছাত্রাবাস থেকে রিকশা নিয়ে সায়েন্সল্যাবের পপুলার হাসপাতালে যান। সেখানে আরও খারাপ লাগলে পরিবারের সদস্যদের ও কয়েকজন সহকর্মীকে ফোন করে নিজের অবস্থা জানানোর পরপরই অজ্ঞান হয়ে পড়েন। এরপর পপুলার হাসপাতালের জরুরী বিভাগের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় তিনি ব্রেইন স্ট্রোক করেছেন। রক্তক্ষরণের ফলে মস্তিষ্কের বেশিরভাগ স্থানেই রক্তের উপস্থিতি দেখা গেলে ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে পড়েন। এসময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনের মাধ্যমে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, একদিন পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও পরিবারের সম্মতিতে মস্তিষ্কের তরল পদার্থ বের করার জন্য অপারেশনের মাধ্যমে ড্রেইনের ব্যবস্থা করা হয়। তরল পদার্থ বের হওয়ার পর প্রাপ্ত সিটি স্ক্যানে কিছুটা উন্নতিও লক্ষ্য করা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একটা সিট পাওয়া গেলে ওখানকার আইসিইউ ব্লকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, নকুল চন্দ্র পাল অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান করতেন। তাঁর অকাল চলে যাওয়া আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।  আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

‘ছাত্রলীগ করে, ওকে মেরে ফেল’ - dainik shiksha ‘ছাত্রলীগ করে, ওকে মেরে ফেল’ সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ শিক্ষার্থীদের নিরাপত্তায় সবাইকে নজর রাখার আহ্বান প্রধানমন্ত্রীর - dainik shiksha শিক্ষার্থীদের নিরাপত্তায় সবাইকে নজর রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কমপ্লিট শাটডাউন ঘিরে কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না: কাদের - dainik shiksha কমপ্লিট শাটডাউন ঘিরে কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না: কাদের শিক্ষকদের প্রশিক্ষণের সম্মানী নিয়েও প্রতারণা - dainik shiksha শিক্ষকদের প্রশিক্ষণের সম্মানী নিয়েও প্রতারণা দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0054810047149658