সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রেজিস্ট্রারের নিয়োগ বাতিল করে বিধি অনুযায়ী দক্ষ ব্যক্তিকে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার শিক্ষক সমিতির অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
দাবিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আগামী ১৩ জুন চাকুরির মেয়াদ পূর্তিতে পিয়ারএলে চলে যাবেন। কিন্ত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পুনরায় এক বছর নিয়োগ দেয়া হয়েছে। ইউজিসি কর্তৃপক্ষও এই নিয়োগে অনিয়মের কথা বলেছেন। প্রশাসন ও ইউজিসির নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক সমিতি চুক্তিভিত্তিক সব নিয়োগের বিরোধিতা করে আসছে। কিন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অর্থ পরিচালক এবং রেজিস্ট্রারের মত গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ইউজিসির নীতিমালা ও শিক্ষক সমিতির দাবিকে উপেক্ষা করে আসছে।
শিক্ষক সমিতির দাবি, বর্তমান রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দ্রুত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিধি মোতাবেক দক্ষ, যোগ্য এবং সৎ ব্যক্তিকে এ পদে নিয়োগ দেয়া হোক।
এর আগে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে জবির বর্তমান রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।