চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত টিএসসি’র ক্যাফেটেরিয়া-১ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। রোববার দুপুরে টিএসসিরে প্রথম ও দ্বিতীয় তলায় স্থাপিত এই ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চুয়েট প্রশাসন বলছে, এ ক্যাফেটেরিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্নের টিএসসির পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাফেটেরিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সুলভমূল্যে মানসম্পন্ন খাবার পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।