দৈনিক শিক্ষাডটকম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমীন তমালকে গুলি করার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে গিয়ে এ তথ্য জানা যায়।
এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন সরকার বলেন, শিক্ষক রায়হান শরীফের বিরুদ্ধে যতদিন না পর্যন্ত সঠিক জাজমেন্ট হবে, ততদিন পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল পাঠান বলেন, ওই শিক্ষককে আদালত গতকাল কারাগারে পাঠিয়েছেন। তবে আদালত ও স্বাস্থ্য বিভাগের সঠিক কোনো আদেশ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস করবো না।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষককে দুটি মামলায় আদালত কারাগারে পাঠিয়েছেন। একইসঙ্গে স্বাস্থ্য বিভাগ থেকে এটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে স্বাস্থ্য বিভাগও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে কলেজের প্রধান হিসেবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার অনুরোধ করেছি।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের কাছ থেকে উদ্ধার করা দুটি পিস্তলই অবৈধ। ওই পিস্তল উঁচিয়ে তিনি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করতেন। তবে এ বিষয়টি এতদিন কেউ পুলিশকে বলেনি। রায়হান শরীফের বিরুদ্ধে দুটি মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য গতকাল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানানো হয়েছিল। বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠিয়েছেন। বর্তমানে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।