গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের নিকটবর্তী যাত্রী ছাউনীর সামনে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে কতিপয় দুর্বৃত্ত। পরে আহতাবস্থায় মোটরসাইকেলে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দ্বিতীয় দফা মারধর করে ওষুধের দোকান থেকে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী ও শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার আবদুস ছালামের ছেলে। সে ঘটনার সময় বর্ষ সমাপনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।
এ ঘটনায় তুহিন, অমিত, হৃদয় ও রনিসহ অজ্ঞাতনামা যুবকদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শিক্ষার্থী সাব্বির জানায়, বেড়াইদেরচালা এলাকায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৭ সেপ্টেম্বর হামলাকারী যুবকদের সঙ্গে ওই শিক্ষার্থী ও তার খেলার সাথিদের বিরোধ হয়েছিল। এরই জেরে ওই যুবকেরা তাকে দুই দফা মারধর করে আহত করে।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, হামলাকারীরা মারধর করে নিজেরাই একটি ওষুধের দোকানে চিকিৎসা করিয়ে ছেড়ে দিয়েছে। ওই শিক্ষার্থী যুবকদের নামে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।