১২ বছরের ছাত্রকে বেত দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ কোচিং শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, বেতের ঘায়ে ছাত্র জখম হয়েছে। তার বাবা শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের পুণের কোঠরুড এলাকার। পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারে পড়তে গিয়েছিলো ওই ছাত্র। পড়তে পড়তে উঠে শৌচাগারে যায় সে। তার পর ফিরে আসার সময় ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা মারে। শিক্ষিকা ছাত্রের এই আচরণে বিরক্ত হন। তিনি তাকে শাস্তিও দেন।
শাস্তি হিসাবে বেত দিয়ে ওই ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আর ছাত্রকে পোশাক খুলিয়ে রাস্তায় হাঁটানোর হুমকিও দেয়ার অভিযোগ ও উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। এমনকি, পুলিশের হাতে তুলে দেয়ার কথাও বলা হয়।
ছাত্রের বাবা বিষয়টি জানতে পেরে থানায় যান। শিক্ষিকার বিরুদ্ধে পুত্রকে হেনস্থার অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে। কিশোর সুরক্ষা আইনেও মামলা করা হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে।