প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘আপন ভুবন’ নামে একাডেমিক বর্ষপঞ্জিকা ১২ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে। বর্ষপঞ্জিকায় পরিচিতি পাতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। এ ঘটনায় আপন ভুবন প্রকাশের সঙ্গে জড়িত দুই শিক্ষকের পদত্যাগ দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতাকর্মীরা। এর আগে কলেজ প্রাঙ্গণে মিছিল বের করেন তারা। গত সোমবার শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের কক্ষে তালাও ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। গত বৃহস্পতিবার বিকালে ছাত্রলীগের আন্দোলনের মুখে শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের পদ থেকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজের দুই শিক্ষক অধ্যক্ষ সুদীপা দত্তের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা শিক্ষকরা হলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজম মোহাম্মদ আনোয়ার সাদাত এবং আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। আনোয়ার সাদাত শিক্ষক পরিষদের সম্পাদক পদ আর মহিউদ্দিন শিক্ষক ক্লাবের সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন।
সিটি কলেজ ছাত্র সংসদের (বৈকালিক) সহসভাপতি (ভিপি) মো. তাহসিন বলেন, বর্ষপঞ্জিকায় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি না রেখে অবমাননা করেছেন শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের সম্পাদক। এটি শিক্ষার্থীদের চেতনায় আঘাত দিয়েছে। তাই ছাত্রলীগ, ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তাদের দুজনের পদত্যাগের দাবিতে অধ্যক্ষ কাছে স্মারকলিপি দিয়েছে। তিনি বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে চার দফা দাবি কলেজ অধ্যক্ষ বরাবর উপস্থাপন করা হয়েছে। অন্য দাবিগুলো হচ্ছে মুদ্রণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্যসচিব আরিফ মঈন উদ্দিন খানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, মুদ্রিত বর্ষপঞ্জিকা বাজেয়াপ্ত করে পুনর্মুদ্রণ করা, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর শিক্ষকদের ভবিষ্যতে কলেজে অনুষ্ঠেয় জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠান পরিচালনার জন্য গঠিত বিভিন্ন উপকমিটিতে না রাখা। আমাদের আন্দোলনের ফলে তারা পদ থেকে পদত্যাগ করেছেন।
শিক্ষক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন বলেন, ভুলক্রমে বিষয়টি হয়েছে। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি।
অধ্যক্ষ সুদীপা দত্ত বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে দুই শিক্ষক পদত্যাগ করেছেন। তারা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ভুলটি ইচ্ছাকৃত নয়, ভুলক্রমে হয়েছে। একাডেমিক বর্ষপঞ্জিকা পুনর্মুদ্রণ করা হবে।