ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরায় ক্লাস-পরীক্ষা বর্জন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন তারা। এরই ধারাবাহিকতায় বুয়েটের ৫৪ শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর মধ্যে ড. এম এ রশীদ হলের ৯ জন, সোহরাওয়ার্দী হলের ১৪ জন, তিতুমীর হলের ১৪ জন, কাজী নজরুল ইসলাম হলের তিন জন, শের-এ-বাংলা হলের তিন জন, আহসান উল্লাহ হলের ১১ জন রয়েছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এক শিক্ষার্থী বলেন, এই সিদ্ধান্তে আমরা শতভাগ সন্তুষ্ট এমন কিছু নয়। হল থেকে সিট বাতিল করা হলেও আমরা শনিবার থেকে ক্লাসে ফিরব কি না-এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ নিয়ে আমাদের আলোচনা চলছে।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের হলের সিট বাতিল করা হয়েছে। তবে ক্লাস-পরীক্ষায় ফেরার বিষয়ে শিক্ষার্থীরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।