ছিনতাইয়ের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের সামনে থেকে গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। সোমবার দুপুরে দুজনকেই আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, রোববার কুমিল্লার কোতোয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী সুমন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাদী সুমনের প্রাইভেটকার গতিরোধ করে অভিযুক্তরা। পরে তাঁকে মারধর করে প্রাইভেটকারে থাকা ২৮৩টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়দের কাছে তাঁদের পরিচয় জেনে ১১ দিন যাবত মোবাইলগুলো ফেরত দিতে তাঁদের কাছে অনুরোধ করেন ওই ব্যবসায়ী। মোবাইলগুলো ফেরত না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি।
সোনারগাঁ থানার এস আই পংকজ কান্তি সরকার জানান, এ ঘটনায় চারজনের নামে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রবিন ও সাজুকে গ্রেফতার করা হয়েছে। তাদের দশদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।