আন্তন পাভলোভিচ চেখভ (২৯ জানুয়ারি ১৮৬০-১৫ জুলাই ১৯০৪) প্রখ্যাত রাশান কথাসাহিত্যিক, নাট্যকার, চিকিৎসক। তাকে বিশ্বসাহিত্যের অন্যতম সেরা ছোটগল্পকার হিসেবে বিবেচনা করা হয়। আন্তন চেখভের ছোটগল্পগুলো লেখক, সমালোচক সমাজে প্রভূত সমাদর অর্জন করেছে। নাট্যকার হিসেবে পেশাজীবনে চেখভ চারটি ক্ল্যাসিক রচনা করেছেন। সবচেয়ে বেশি সংখ্যক নাটক মঞ্চস্থ হয়েছে এমন নাট্যকারদের মাঝে শেকসপিয়ার ও ইবসেনের পাশাপাশি চেখভের নামও উল্লেখ করা হয়। ১৮৮০ থেকে ১৯০৩ খ্রিষ্টাব্দের মধ্যে তিনি সর্বমোট ৬০০টি সাহিত্যকর্ম রচনা ও প্রকাশ করেন।
শুরুতে নাট্যকার হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান থ্রি সিস্টার্স, দ্য সিগাল এবং দ্য চেরি অরচার্ড- এই তিনটি নাটকের মাধ্যমে। শুরুতে চেখভের লেখক হওয়ার আকাক্সক্ষা ছিল না। প্রথমদিকের গল্পগুলো তিনি লিখেছিলেন জীবনযাপন ও পড়ালেখার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের উদ্দেশ্যে। তবে পরে তার মধ্যে শিল্পীসুলভ আকাক্সক্ষা জন্ম নিলে ক্রমে তিনি সাহিত্যচর্চার ভিন্ন রীতি ও প্রবণতার উদ্ভাবন করেন, যা আধুনিক ছোটগল্পের বিকাশে বিশেষ প্রভাব রাখে।