ছাত্রলীগকে নিষিদ্ধ ও জুলাই বিপ্লব সফল হওয়ার আনন্দে গরুভোজের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ। আগামীকাল শনিবার এ গরুভোজের আয়োজন করা হবে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ভোজের আয়োজকরা এসব তথ্য জানিয়েছে।
ভোজের জন্য আনা গরুর নাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার নামে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা হলেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রুপ লিডার ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসাইন ও ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজবুল ইসলাম। তাদের নামানুসারে গরুর নাম দেয়া হয়েছে ‘দামড়া মিরাজ ও সাজবুল’।
এ বিষয়ে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, বিভাগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই দোসর মিরাজ ও সাজবুল জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায়। তাদের নামেই গরুটির নামকরণ করা হয়েছে৷ আজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ সন্ত্রাসীমুক্ত একটি বিভাগ। এ উপলক্ষে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মিলে একটি মেজবানির আয়োজন করেছি।
একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুজ্জাহের মেহেদী বলেন, সাজবুল শুধু আমাদের বিভাগে নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্কিত ছাত্রলীগ নেতা। সে আমাদের ওপর ব্যাপক জুলুম নির্যাতন চালিয়েছে। আমাদের জীবনটাকে বিষময় করে তুলেছে। স্বাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন আমরা তাই তার বিরুদ্ধে এভাবে প্রতিবাদ জানাচ্ছি। নিজেদের আনন্দ আমরা প্রকাশ করছি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাশের ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট এলাকায় ছিনতাই চক্রের হোতা হিসেবে পরিচিত ছিলেন সাজবুল। এই চক্রের সদস্যরা রাত্রে যাতায়াত করা সদরঘাটগামী যাত্রী ও পথচারীদের থেকে ছিনতাই করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া মিরাজ হোসেন শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আকতার হোসাইনের মাইম্যান (ঘনিষ্ঠ) হিসেবে পরিচিত ছিলেন। আকতারের নানা অপকর্মের সহযোগী হিসেবে ক্যাম্পাসে কুখ্যাতি ছিলো তার।