জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাইবার নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইকিউএসি।
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রোগ্রামার মো. মেহেদী হাসান এবং স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। এছাড়াও মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের পিআরআইপি, আইসিটি সেল এবং কেন্দ্রীয় গ্রন্থাগার দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।