জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'গ্লোবাল অনলাইন লার্নিং স্কলারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।
এসময় তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সমগ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ যুব নর-নারী। তাদের কর্মসংস্থান সহজতর করতে এই সেমিনারে উপস্থাপিত কোর্সসমূহ কার্যকর ভূমিকা রাখবে।
সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের মাধ্যমে ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় এবং উপযোগী ইংরেজি ভাষা শিখন, প্রযুক্তিভিত্তিক কোর্সসহ বিভিন্ন কোর্স বিনামূল্যে করার সুযোগ সম্পর্কে বক্তব্য রাখেন ইউএনডিপির ফিউচারনেশন প্রোগ্রামের কমিউনিকেশন অ্যাসোসিয়েট দিলরুবা আখতার, ফিউচারনেশন প্রোগ্রামের প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট একজিকিউটিভ খন্দকার আবির হোসাইন নূর এবং ফিউচারনেশন প্রোগ্রামের রেজিওনাল স্কিলস হাব ফ্যাসিলিটেটর আবু আনজুম আলিফ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জি এম আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টারা আলোচনায় অংশগ্রহণ করেন।