জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের স্নাতক সমাপনী এবং ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ও পরে শিক্ষার্থীদের নিজেদের বিচার করতে হবে তাদের মধ্যে কী ধরনের মানসিক ও সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে। তাদেরকে কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে নিজ পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলনে, সামাজিক প্রেক্ষাপটের কারণে আমাদের মাঝে ইংরেজিতে কথা বলার বিষয়ে ফোবিয়া তৈরি হয়ে থাকে, অনুশীলনের মাধ্যমে এ ধরনের ফোবিয়া দূর করতে হবে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার জন্য স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে হবে।
অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনসহ ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভাগের ১৪তম ব্যাচের স্নাতক পর্যায়ে মেধাতালিকায় প্রথম তিনজন শিক্ষার্থীকে চেয়ারপার্সন অ্যাওয়ার্ড দেয়া হয়।