জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নাম সংশোধন করে বঙ্গমাতা সংযুক্ত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি উপস্থাপন করা হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, এই হলের নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। এটা হতে পারেনা। তিনি বঙ্গমাতা ছিলেন, এখানে বেগম নাম বেমানান। অতিদ্রুত আগস্টের মধ্যেই এই নাম পরিবর্তন করে সব নথি ও প্রধান ফটকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল করতে হবে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, দেশের প্রতিটি ঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের মতো নারী থাকলে সংসারে অশান্তি হতো না। তার কোনো চাহিদা,লোভ লালসা ছিলো না। বঙ্গবন্ধুকে সব আন্দোলন সংগ্রামে সাহস দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গমাতার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। ছাত্রলীগ সভাপতির দাবির প্রেক্ষিতে তিনি বলেন, হলের নাম পরিবর্তনের জন্য এখনই প্রোভোস্টকে দায়িত্ব দিচ্ছি। যাতে সিন্ডিকেটের আগে নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব করা হয়। বঙ্গমাতার জীবনের আদর্শ, চিন্তা চেতনা থেকে শিক্ষা নিয়ে আমাদের মেয়েরা কাজে লাগাবে।
অনুষ্ঠানের ছাত্রী হলের প্রোভোস্ট অধ্যাপক ড দীপিকা রানী সরকার সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক নিপা দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সভা আয়োজনের আহ্বায়ক তাসলিমা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টক ফারুক হোসেনসহ হলের ছাত্রীরা।
এর আগে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শাখা ছাত্রলীগ।