জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচদফা দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা ও মন্ত্রণালয় বরাবর কোনো চাওয়া না জানানোয় প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সভা শেষ করে এসে শিক্ষার্থীরা এসব অভিযোগ করে অবরোধন করেন তারা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের শিক্ষকদের বাস আটকে রাখেন।
পাঁচদফা আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না যে অস্থায়ী আবাসন হোক। যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে যাক, সেই প্রশাসন আমরা চাই না।’ তিনি বলেন, ‘এমন চাটুকার ভিসি, চাটুকার ভিসি ভবন আমাদের লাগবে না। এখন থেকে ভিসি ভবন তালাবদ্ধ থাকবে।’
এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়ে মন্ত্রণালয়ের কাছে কিছুই চায়নি। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যদি বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু দাবি করতো আমরা সেটা দিতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তো কোনো কিছুই চাওয়া হয়নি। অথচ আমাদের ভিসি স্যার বলে আসছেন তারা নাকি অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর হাতে কাজ দিতে কাজ করে যাচ্ছে। এই প্রশাসন জগন্নাথের জন্য লজ্জার।’ এর আগে গতকাল (১১ নভেম্বর) ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সর্বশেষ তথ্য মতে (বিকাল ৫ টা ১০ মিনিট) উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের নিয়ে মিটিংয়ে বসেছেন বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর ও শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহবায়ক ড.রইছ উদ্দিনসহ কয়েকজন শিক্ষক।