জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কাউন্সেলিং সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ গতকাল বুধবার ক্যাম্পাসে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর ভাষা শহীদ রফিক ভবনের নিচে কেক কাটা হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ কাউন্সেলিং সেন্টার পরিচালনা কমিটির অন্য সদস্যরা।
জবি কাউন্সেলিং সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুর মোহাম্মদ বলেন, প্রতিষ্ঠার পর গত এক বছরে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বিষয়ে সেবা দিয়েছে কাউন্সেলিং সেন্টার। তাদের মধ্যে সেবা নিয়ে ৮৫ ভাগ শিক্ষার্থী সুস্থ আছেন বলেও জানান তিনি।