দৈনিকশিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের ভেতরে চালানো যাবে না মোটরসাইকেল। ক্যাম্পাসে মোটরসাইকেল না চালানোর অনুরোধ জানিয়ে নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেল না চালানোর অনুরোধ জানিয়ে মোটরসাইকেল নির্দিষ্ট জায়গায় পার্কিং করে রাখতে বলা হয়েছে।
এতে জবি প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থী সংখ্যার তুলনায় খুবই ছোট। ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচলে মোটরসাইকেল ব্যবহারকারীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় পার্কিং করে রাখবেন। অযথা ক্যাম্পাসে ভেতরে মোটরসাইকেল না চালানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হলো।
ক্যাম্পাসে মোটরসাইকেল চালানোয় বিভিন্ন সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছেন বলে নজির আছে।