‘রোভারিংয়ের বন্ধনে, স্মৃতিময় প্রাঙ্গণে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ-১১ এর সংসদ সদস্য জনাব কাজীম উদ্দীন আহম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।
১৯৬৩ খ্রিষ্টাব্দে তৎকালীন জগন্নাথ কলেজে বাংলাদেশ স্কাউটস্-এর রোভার শাখার যাত্রা শুরু হয়। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে রোভার স্কাউট গ্রুপ অবদান রেখে চলেছে।