মাইদুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। তার মা. মোবাশ্বেরা বেগম কিডনি ও লিভারের রোগে আক্রান্ত। বর্তমানে তার জীবন বাঁচাতে কিডনি ও লিভার প্রতিস্থাপন করা জরুরি।
মাইদুলের ছোটভাই মো. মেহেদী হাসান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক সায়েন্স বিভাগে অধ্যয়নরত।
মাইদুল ফেসবুকে লিখেছিলেন, মায়ের ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন। আমার বাবার জমি-জমা যা ছিলো এমনকি গ্রামের বসতভিটাসহ বিক্রি করে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সংকুলান করা সম্ভব হচ্ছে না। আমার বাবার সম্পত্তি বলতে যা ছিলো তার সব কিছুই বিক্রি করেও ৬০ লাখ টাকা ম্যানেজ করতে পারছি না। যেখানে চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন।
সাহায্য আহ্বান করে তিনি লেখেন, এই অর্থের জন্য আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন। কিডনিদাতা আমার ছোট ভাই মেহেদী। আমি আপনাদের কাছে আমার জন্য না, আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। মা ছাড়া সন্তানের নিজের জীবন কল্পনা করা কি কঠিন আশা করি বিষয়টি তা আপনারা সবাই অনুধাবন করতে পারবেন। আমি আমার স্নেহময়ী মাকে বাঁচাতে চাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করুন।মাইদুলের সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তার মায়ের চিকিৎসার জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। এছাড়া মাইদুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
আর্থিক সাহায্যে পাঠাতে পারবেন:
বিকাশঃ
০১৬১১৯৩৩৫৬৫
(বিকাশ মার্চেন্ট নম্বার)
০১৭৬৭১৯০৪৭৯
(মাইদুল ইসলাম-পার্সোনাল)
০১৭৯৭৭৯৬৫৮৮
০১৮২৭৬৬৯৫৬৬
(মাইদুলের ছোট ভাই মেহেদি-পার্সোনাল)
(বিকাশ পার্সোনাল নম্বারে লিমিটেশন থাকায় পরিবারের পক্ষ থেকে মার্চেন্ট নম্বারে পেমেন্ট করতে অনুরোধ জানানো হয়েছে।)
নগদঃ
০১৭৪৯১২৫৯১৯
(রুবায়েত হাসান-মাইদুলের ছোট ভাই মেহেদির বন্ধু)
রকেটঃ
০১৫২১৫৭৭৮৩৮
(রুবায়েত হাসান-মাইদুলের ছোট ভাই মেহেদির বন্ধু)
ব্যাংক হিসাব নম্বর:
এনআরবিসি ব্যাংক
জাহাজ কোম্পানি মোড় শাখা, রংপুর
০১৩০৩১১০০০১১২৯০
জনতা ব্যাংক
লালবাগ শাখা, রংপুর
০১০০২২০৭৬৫৮২৭