বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রীসহ ৮ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেনÑ মো. ওমর আলী মিয়া, মনোয়ারা বেগম, মেহেরুন্নেছা, রহিমা খাতুন, ঐশি খাতুন, শশী খাতুন, আছিয়া খাতুন ও লতাশা খাতুন ও প্রতিপক্ষের হানিফ ফকির ও ছেলে মোস্তাফিজুর। আহতদেরকে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে মো. ওমর আলীর বাড়িতে অতর্কিতে হামলা চালায় একই গ্রামের গোলাম মোস্তফা ফকির, সাখাওয়াত ফকির, শাহিন ফকির, একদিল ফকির, মিলন ফকির, আব্দুল হান্নান শেখ, জুবায়ের হোসেনসহ বেশ কয়েকজন। এ সময় ওমর আলী মিয়ার বাড়িতে নিরাপত্তাজনিত কারণে স্থাপন করা ১৩টি ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলে হামলাকারীরা। ঘরের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় বাধা দিতে গেলে তাদের হাতে থাকা লোহার রড, হাতুড়ি, লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্কুলছাত্রীসহ ৮ জনকে।
এ বিষয়ে আহত হানিফ ফকিরের মেয়ে নাসরীন আক্তার বলেন, হানিফ ফকিরের সঙ্গে একই গ্রামের ওমর আলীর দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ওমর আলী ১২-১৩ জনকে সঙ্গে নিয়ে ধারালো রামদা, ছ্যানদা, লোহার হাতুড়ি, লোহার রড, স্টিলের পাইপ, হকিস্টিক, বাঁশের লাঠি, কাঠের বাটামসহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। মোস্তাফিজুর ঘর থেকে বেরিয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি আঘাত করে। হানিফ ফকির ও ছেলে মোস্তাফিজুর গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
বালিয়াকান্দি থানার এসআই অমল কুমার সিং বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।