আগামী ১২ মার্চ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। ১৪ মার্চ পর্যন্ত প্রাথমিক শিক্ষা সপ্তাহের কর্মসূচি চলবে। এবারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’। জাতীয় থেকে স্কুল পর্যন্ত পাঁচটি পর্যায়ে এ সপ্তাহ উদযাপনে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ১২ মার্চ জাতীয় পর্যায়ে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ে শিক্ষা মেলা, উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে। আর স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
জাতীয় পর্যায়ের কর্মসূচি :
জানা গেছে, আগামী ১২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন। এদিন তিনি শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৯ ও ২০২২ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা পদকের জন্য নির্বাচিত শিক্ষার্থী, ব্যাক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেবেন।
স্কুল পর্যায়ের কর্মসূচি :
১২ মার্চ স্কুরের স্টুডেন্ট কাউন্সিল, কাব সদস্য ও খুদে ডাক্তারদের নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষকরা বিদালয় পরিচ্ছন্নতা অভিযান চালাবে। শিক্ষার্থী ও শিক্ষকদের তৈরি করা পোস্টার ও বিভিন্ন শিক্ষা উপকরণে স্কুল সাজানো হবে। সম্ভব হলে এদিন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে সরাসরি স্কুলে সম্প্রচারের ব্যবস্থা করতে হবে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৩ মার্চ সব স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ও ঝরে পড়া রোধে মা সমাবেশ বা অভিভাবক সমাবেশের আয়োজন করতে হবে। ১৪ মার্চ সমাপনী দিনে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্কুল কর্তৃপক্ষ এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
উপজেলা পর্যায়ের কর্মসূচি :
১২ মার্চ উপজেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যানার ও পোস্টার দিয়ে সাজানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি মাল্টিমিডিয়ার মাধ্যমে থানা ও উপজেলা রিসোর্স সেন্টার বা সুবিধাজনক স্থানে সরসারি সম্প্রচার করা হবে।
১৩ মার্চ উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং বিদ্যোৎসাহী ব্যাক্তিদের অংশগ্রহণ আলোচনা সভার আয়োজন করতে হবে। আলোচনার প্রতিপাদ্য বিষয় হবে, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।
১৪ মার্চ উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্টরা এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জেলা পর্যায়ে কর্মসূচি :
১২ মার্চ জেলা শিক্ষা দপ্তর ও প্রতিষ্ঠানের ব্যানার ও পোস্টারে সাজানো হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে পিটিআই বা জেলা সদরের সুবিধাজনক স্থানে সরাসরি সম্প্রচার করা হবে।
১৩ মার্চ জেলা পর্যায়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও বিদ্যোৎসহী ব্যাক্তিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করতে হবে। আলোচনার প্রতিপাদ্য বিষয় হবে, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।
১৪ মার্চ জেলা পর্যায়ের শিক্ষা মেলা, শিক্ষা উপকরণ প্রদর্শনী, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবেন।
বিভাগীয় পর্যায়ে কর্মসূচি :
১২ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় দপ্তর ও সংশ্লিষ্ট অফিস পোস্টার ও ব্যানারে সাজানো হবে। এদিন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান পিটিআই বা জেলা সদরের সুবিধাজনক স্থানে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে।
১৩ মার্চ বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও বিদ্যোৎসহী ব্যাক্তিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করতে হবে। আলোচনার প্রতিপাদ্য বিষয় হবে, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।
১৪ মার্চ বিভাগীয় পর্যায়ে শিক্ষা মেলা, শিক্ষা উপকরণ প্রদর্শনী ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন বিভাগীয় উপপরিচালক।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনে এসব কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। একই দিনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এসব কর্মসূচির বিষয়ে জানিয়ে মাঠ পর্যায়ের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।