২০২২-২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সে ভর্তির কার্যক্রম সম্পাদনের জন্য ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) সব কার্য দিবসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভাগে প্রাপ্তব্য ভর্তি ফরম পূরণ করে তত্ত্বাবধায়ক ও বিভাগীয় সভাপতির মাধ্যমে উচ্চশিক্ষা এবং বৃত্তি শাখায় কাগজপত্রসহ জমা দিতে হবে।
সব পর্যায়ের পরীক্ষার সত্যায়িত মার্কশিট ও সার্টিফিকেট। সব মার্কশিট ও সার্টিফিকেটের মূল কপি যাচাইয়ের জন্য সঙ্গে আনতে হবে। গবেষক ও তত্ত্বাবধায়ক কর্তৃক স্বাক্ষরিত দুই সেট গবেষণা প্রস্তাব/সিনপসিস (A 4 সাইজ কাগজে)। খণ্ডকালীন গবেষক চাকরিরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগকর্তার অনুমতিপত্র এবং পূর্ণকালীন গবেষক চাকরিরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির কাগজ জমা দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি রঙিন ছবি।
অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রার্থীদের ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয় থেকে সংগৃহীত মাইগ্রেশন সনদের মূল কপি জমা দিতে হবে। উচ্চশিক্ষা ও বৃত্তি শাখা থেকে ভর্তি ফি জমা দেয়ার অনুমতিপত্র সংগ্রহ করে অগ্রণী ব্যাংক লিমিটেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় নগদ পিএইচডি কোর্সে ভর্তির জন্য ২৯ হাজার ৬০০ টাকা এবং এমফিল কোর্সে ভর্তির জন্য ২২ হাজার ১০০ টাকা (ভর্তি ফির বিবরণপত্র সংযুক্ত) জমাদান এবং জমার রসিদ উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় দাখিল করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির কাজ সম্পাদন করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।