জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেট শিক্ষক নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সোমবার রাত সাড়ে ১০টায় রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান ফল ঘোষণা করেন। এতে ৩৩টি শিক্ষক প্রতিনিধি আসনের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ২৪টি আসন পেয়েছে। আর শিক্ষক ঐক্য পরিষদ ৮টি ও স্বতন্ত্র প্রার্থী একটি আসন পেয়েছেন।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ উপাচার্যপন্থি শিক্ষকদের প্যানেল এবং শিক্ষক ঐক্য পরিষদ উপাচার্যবিরোধী প্যানেল হিসেবে পরিচিত। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। ৬১৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৭৭ জন। ৩৩ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৮ প্রার্থী।
এক প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পক্ষে অধ্যাপক আলমগীর কবির বলেন, ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে কাজ করব। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে শিক্ষকরা তৎপর থাকবেন। শিক্ষক ঐক্য পরিষদের পক্ষে অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দলমত নির্বিশেষে শিক্ষকরা একত্রে কাজ করবেন।
২০১৫ খ্রিষ্টাব্দে জাবির সর্বশেষ সিনেট শিক্ষক নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর পর সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হলো।