জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে প্রায় এক যুগ সহকারী শিক্ষক পদে চাকরি করেছেন। নিয়েছেন বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা। তিনি নওগাঁর আত্রাই উপজেলার চক শিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মোজাহারুল ইসলাম। এনটিআরসিএর তার শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করলে জাল হিসেবে ধরা পড়ে। তাই এনটিআরসিএর নির্দেশনায় ওই শিক্ষকের বিরুদ্ধ মামলা দায়ের করেছেন ওই বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লভ মণ্ডল।
এজাহারে বলা হয়েছে, রাজশাহী জেলার বাগমারা থানার সোনাডাঙ্গা গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে মো. মোজাহারুল ইসলাম (৪৪) আত্রাই থানার চক শিমলা উচ্চ বিদ্যালয়ে গত ২০১০ খ্রিষ্টাব্দের ৩০ জুন প্রতিষ্ঠানে যোগদান করে সে বছরের ১ সেপ্টেম্বর থেকে এমপিওভুক্ত আছেন।
গত ২৮ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে মো. মোজাহারুল ইসলামের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপিসহ অন্যান্য কাগজপত্রের ফটোকপি সত্যায়ন করে পাঠাতে নির্দেশ দেয় এনটিআরসিএ। সে অনুযায়ী তিনি এনটিআরসিএকে কাগজপত্র পাঠান। যা যাচাই করে ওই সনদ জাল বলে প্রমাণ পাওয়া যায়। সে প্রেক্ষিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জানা গেছে, নির্দেশ অনুযায়ী স্কুলের ম্যানেজিং কমিটি না থাকায় গত ১ ডিসেম্বর স্টাফ কমিটির মিটিং করা হয়। মিটিংয়ে মো. মোজাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লভ মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চক শিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রান বল্লভ মণ্ডল বাদি হয়ে গত ১৭ ডিসেম্বর মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।