জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে হিম উৎসবের। তিন দিনের এই উৎসব প্রযোজনা করছে ‘পরম্পরায় আমরা’ শীর্ষক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।
উৎসবের প্রথম দিন গত মঙ্গলবার সেলিম আল দীন মুক্তমঞ্চে কাঙালিনী সুফিয়াকে সম্মাননা প্রদান, নৃত্যানুষ্ঠান নৃত্য-নৈবেদ্য এবং মুক্তিযোদ্ধা চত্বরে বহুস্বরের অনুষ্ঠান ‘গানের আওয়াজ’। দ্বিতীয় দিন গতকাল বুধবার বিকেলে লাঠিখেলা, সন্ধ্যায় কবি গান ও দিনব্যাপী পারফর্মিং আর্টের প্রদর্শনী হয়। উৎসবের শেষ দিন আজ বৃহস্পতিবার চারুকলা বিভাগে থাকছে দিনব্যাপী নানা আয়োজন।
এবারের উৎসবের স্লোগান ‘রূপান্তরের যাত্রাপথে শিকড় হোক সঙ্গী’। উদ্দেশ্য সম্পর্কে ‘পরম্পরায় আমরা’-এর উদ্যোক্তারা জানান, দেশের নিজস্ব বিভিন্ন সংস্কৃতির বিকাশ, চর্চা, উপস্থাপন এবং সংরক্ষণ করার লক্ষ্যেই এই উদ্যাপন।
জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আশফার রহমান নবীন বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান, খেলাধুলা, গানকে শহরের মানুষের সামনে তুলে ধরতে চাই।’
চিত্রশিল্প দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা আক্তার বলেন, ‘হিম উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আইকনিক অনুষ্ঠান। আমরা সারা বছর এর প্রতীক্ষায় থাকি।’
উৎসবের অন্যতম আয়োজক মৌটুসী রহমান গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় শিল্প ও সংস্কৃতির ওপর গুরুত্ব দিতে হিম উৎসবের আয়োজন করা হয়।