পটুয়াখালীর মির্জাগঞ্জের একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিজয়ীদের পুরস্কার বিতরনের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ৩ ফেব্রুয়ারি উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়। জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন জুয়েল ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোতাছিম বিল্লা (সবুর)। সহকারী শিক্ষক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এম.এ কবির সুলতান, সমাজসেবক মো. মোতালেব ফরাজী, বিএসসি শিক্ষক মো. আবদুল গাফফার প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত, জাতীয় সংগীত এবং শপথ গ্রহনণর মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তাতে ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও বিভিন্ন রকম খেলাধুলায় অংশ নেন। আর মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় দেয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।