দৈনিক শিক্ষাডটকম, রাবি: জীব বিজ্ঞানের অনুবাদমূলক গবেষণা নিয়ে ‘এডভান্স এন্ড চ্যালেঞ্জেজ থ্রো ট্রান্সলেশন রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্স' শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার অনুষ্ঠিত হয়েছে এক আন্তর্জাতিক সম্মেলন। ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস এবং ভারতের মাইক্রোবায়োলজিস্টস সোসাইটির যৌথ উদ্যোগে এ সম্মেলনটি আয়োজিত হয়। এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিলো বর্তমানে ট্রান্সলেশনাল গবেষণার অগ্রগতি এবং এর প্রতিবন্ধকতার বিষয়ে দেশী-বিদেশী স্বনামধন্য গবেষকদের নিয়ে গবেষণার কার্যক্রম উপস্থাপন করা এবং আলোচনা করা।
সম্মেলনে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও বাংলাদেশের বিশিষ্ট গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় মানুষের স্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ট্রান্সলেশনাল গবেষণার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া ট্রান্সলেশনাল গবেষণার প্রতিবন্ধকতার কথা উল্লেখিত হয়। গবেষণার সবচাইতে বড় প্রতিবন্ধকতা হলো গবেষণাগার, গবেষক ও অর্থনৈতিক সংকট।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. হাসিনা খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হুমায়ূন কবীর। এই সম্মেলনের আহ্বায়ক ছিলেন ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. জাহান আরা খানম এবং যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করেন ভারতের মাইক্রোবায়োলজিস্টস সোসাইটির সভাপতি প্রফেসর ড. এ এম দেশমুখ। কনফারেন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস প্রফেসর ড. এস এম সাহিনুল ইসলাম।