জুতা পায়ে শহীদ মিনারে সংসদ সদস্যসহ অতিথিরা - দৈনিকশিক্ষা

জুতা পায়ে শহীদ মিনারে সংসদ সদস্যসহ অতিথিরা

জামালপুর প্রতিনিধি |

কাপড় দিয়ে ঢেকে শহীদ মিনার আড়াল করে বেদিতে মঞ্চ বানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে জুতা পায়ে উঠে পুরস্কার দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোজাফফর হোসেনসহ অতিথি ও শিক্ষকরা। ভাষার মাসে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

গত শনিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি মোজাফফর হোসেনসহ অন্য অতিথিরা জুতা পায়ে মঞ্চে উঠেন।

বিকাল ৪ টার দিকে অনুষ্ঠান শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মোজাফফর হোসেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল জলিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ কে আজাদ, সদস্য মো. আবুল খায়ের, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলীম, সহসভাপতি মো. মাহামুদুল হাসান, সহসভাপতি মো. সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম। 

জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম বলেন, তিনি অনুষ্ঠানে ছিলেন। স্কুল কর্তৃপক্ষ শহীদ মিনারে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানে সকল অতিথিরা জুতা পায়ে মঞ্চে উঠেছেন। তাদের সঙ্গে তিনি উঠেছেন। 

বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘প্রতিবছর শহীদ মিনারেই অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও করা হয়েছে। 

জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল বলেন, কোন মানুষের শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে ওঠা ঠিক নয়। এটাতো সাধারণ মানুষও জানে। 

এ বিষয়ে এমপি মোজাফফর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে এমপি স্যারসহ আমরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হই। তখন মঞ্চে অনান্য অতিথিরা বসে ছিলেন। অপরদিকে পুরো শহীদ মিনার ছিল পর্দায় আবৃত। ফলে কোন কিছুই বোঝার উপায় ছিলো না। অন্যায় কিছু হয়ে থাকলে সেটা স্কুল কর্তৃপক্ষের হয়েছে।

 

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035419464111328