চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে প্রধান দুটি গেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন জুনিয়র ইনস্ট্রাকটর পদের ফল প্রত্যাশীরা। এর আগে সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ফলাফলের দাবিতে এর আগেও কয়েক দফা আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশীরা। পিএসসির সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১০ গ্রেডভুক্ত ‘জুনিয়র ইনস্ট্রাকটর’ টেক পদের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে লং মার্চ করেন ফল প্রত্যাশী আন্দোলনকারীরা।
ফলাফল দিতে দেরি কেন আর কবে হবে, তা জানতে চাইলে ওই পিএসসির এক কর্মকর্তা বলেন, ফল সরকারের উচ্চপর্যায়ের অনুমতি পেলেই দেয়া হবে। চাকরিপ্রার্থীদের অবস্থানের কারণে আনসার সদস্যরা গেটে তালা দিয়েছেন। ভেতরে ডিপার্টমেন্টাল পরীক্ষা হচ্ছে। বাইরে মাইকে স্লোগান হচ্ছে। পরীক্ষা যারা দিচ্ছেন, তারাও অসুবিধায় পড়েছেন।
জানা যায়, জুনিয়র ইনস্ট্রাক্টরের ৪৪ ক্যাটাগরির পদে ৭ হাজারের বেশি প্রার্থী ভাইভা দিয়েছেন। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর শিক্ষকসংকট নিরসনে ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ পদের নিয়োগ দেয়া হয়।