বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর। এই কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত। অনলাইন প্ল্যাটফর্মের bteb.gov.bd অথবা bieberp.com এই ওয়েবের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রম পরিচালনাকারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজর ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো।
প্রতি শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা (উল্লেখ্য, রেড ক্রিসেন্ট ফি প্রতি শ্রেণিতে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম ২০ টাকা হারে বোর্ড প্রাপ্য (৮+৮+৮)=২৪ টাকা এবং ৬০ শতাংশ বা ১২ টাকা প্রতিষ্ঠানে রেখে অবশিষ্ট ৪০ শতাংশ বা ৮ টাকা বোর্ড প্রাপ্য হবে।
স্কাউট-গার্লস গাইড ফি ১৫ টাকা। ৫০ শতাংশ বা ১৫ টাকা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পাবে এবং ৫০ শতাংশ বা ১৫ টাকা বোর্ড পাবে। বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা ও ভর্তি/পুন:ভর্তি ফি ১০ টাকাসহ সর্বমোট ২০৬ টাকা হারে একত্রে প্রতিষ্ঠান প্রতি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিতে হবে। এই টাকার ৩০ শতাংশ বা ৩ টাকা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পাবে এবং ৭০ শতাংশ বা ৭ টাকা বোর্ড পাবে।
অনলাইনে ডাটা এন্ট্রি করা যাবে ১২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। পেমেন্ট ও রেজিস্ট্রেশন ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। ফাইনাল লিস্ট (হার্ড কপি) প্রিন্ট ১৩ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত পরিশোধ থাকতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে না পারলে দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
এছাড়াও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দিয়ে প্রতিষ্ঠানের ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে তথ্য সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা যথাযথভাবে নিশ্চিত হয়ে ফাইনাল সাবমিট করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনোভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।