আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে জয়পুরহাটে আবারও কর্মবিরতি শুরু করেছেন শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু করেছে জেলা কমিটি।
জয়পুরহাট সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আ. জলিল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক তৌফিকুর রহমান সরকার, নির্বাহী সদস্য আবু নাসের, মাসুদুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা।