আমাদের বার্তা, ঝালকাঠি: ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় ঝালকাঠিতে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় ঝালকাঠি জেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের আইসিটি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন। বক্তব্য রাখেন গবেষণা কর্মকর্তা পাপিয়া সুলতানা । প্রশিক্ষণে প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ফর ডিজিটাল টেকনোলজি ও অকুপেশনাল জীবন ও জীবিকা কোর্স বিষয়ে ধারণা লাভ করা যাবে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির দুটি কক্ষে উপজেলা মাস্টার ট্রেইনার শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। মাল্টিমিডিয়া এবং প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকরাও মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন জানান, জেলার সব উপজেলার উপজেলা মাস্টার ট্রেইনারদের নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। জেলার মাধ্যমিক স্তরের ২৮টি বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। মোট পাঁচজন প্রশিক্ষক এই প্রশিক্ষণ দিচ্ছেন।