দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা চালানো এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে মিথ্যা অভিযোগ দেয়ায় উপজেলার নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে সালমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
একইসঙ্গে ২৪ ঘন্টার মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী উম্মে সালমা গত ২৭ এপ্রিল তারই প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী ইসরাত জাহান সোনালীর বিরুদ্ধে একটি অনুষ্ঠানে হামলার অভিযোগ করেন সদর থানায়।
এই অভিযোগ তদন্ত করে ৮ মে প্রতিবেদন জমা দেয়া হয়। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, উম্মে সালমা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসরাত জাহান সোনালীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং উস্কানিমূলক ও পারিবারিক দোষত্রুটি উল্লেখ করে অসৌজন্যমূলক মন্তব্য করেছেন।
এ ছাড়াও সোনালীর ব্যক্তিগত ড্রাইভার মো. মাহবুবুর রহমানকে পার্স ব্যাগ দিয়ে আঘাত করার চেষ্টা করেন এবং তার সমর্থক কবিতা বেগমের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।
তাছাড়া তদন্ত কর্মকর্তা সরেজমিনে মারামারির কোনো প্রমাণ পাননি বলে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।
উম্মে সালমা এমন মিথ্যা অভিযোগ দিয়ে রিটার্নিং অফিসারকে বিভ্রান্ত ও বিব্রত করেন বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়।
এ ছাড়াও উম্মে সালমা গাভারামচন্দ্রপুর ইউনিয়ন, বিনয়কাঠী ইউনিয়ন ও নথুল্লাবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় নাম ও প্রতীক সম্বলিত পোস্টার আঠা দিয়ে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, তাই তার এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬-এর বিধি ৮ (৮) ও বিধি ১৮ (ক) সুষ্পষ্ট লঙ্ঘন।
তাই কেনো তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে (৯ মে) রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।