দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি :
ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন- হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও শিশু মাহিয়া আক্তার ঈশানা (১১) ।
গতকাল রোববার সকালে জেলার পৃথক এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিয়া আক্তার ঈশানা পোনাবালিয়ার ইছালিয়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে এবং স্থানীয় আফছার মোমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
অপর নিহত দুই গৃহবধূর মধ্যে মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট এবং হেলেনা বেগমের বাড়ি কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে।
তারাও বৃষ্টিতে মাঠে থাকা গবাদিপশুকে বাড়ি আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বৃষ্টির মধ্যে মাঠে থাকা গবাদি পশুকে ঘরে আনতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে পৃথক স্থানে এরা নিহত হন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক টিএম মেহেদী হাসান সানি জানান, আরো এক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানান।