টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে (২০২৪) আবারও একাডেমিক উৎকর্ষতার স্বাক্ষর রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। লন্ডনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই র্যাঙ্কিং উন্মোচন করা হয়। এনএসইউ কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, পাঁচটি ভিন্ন বিষয়ে এনএসইউর সাফল্য উঠে এসেছে। বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিভাগে এনএসইউ’র অবস্থান ৫০১-৬০০ এর মধ্যে। এই অর্জন এনএসইউকে দেশের সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রেখেছে।
টাইমস হায়ার এডুকেশনের ১১ টি বিষয়ের মধ্যে, সোশাল সায়েন্সেস ৫০১-৬০০ র্যাঙ্কিংয়ে অবস্থান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এনএসইউ। এছাড়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উভয় ক্ষেত্রেই ৬০১-৮০০ র্যাঙ্কিংয়ে অবস্থান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান লাভ করেছে এনএসইউ। ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ বিভাগে এনএসইউ’র অবস্থান ৬০১-৮০০ র্যাঙ্কিংয়ের মধ্যে।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির চাবিকাঠি এবং এনএসইউ তার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেয়ায় নিবেদিত। এই র্যাঙ্কিং একাডেমিক শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারের প্রমাণ।